‘সে ইয়েস টু চেঞ্জ’ (পরিবর্তনের পক্ষে কথা বল) প্রতিপাদ্য নিয়ে ময়মনসিংহে আত্মপ্রকাশ হলো আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান অ্যাওয়ারনেস ৩৬০। শুক্রবার (২ মার্চ) বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সংলগ্ন মোমেনশাহী (শিশু সদন) এতিমখানায় যাত্রা শুরু করে সংগঠনটি।
‘মাসিক স্বাস্থ্যবিধি’ শীর্ষক সেমিনারের মাধ্যমেই সংগঠনটির যাত্রা শুরু হয়। এসময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পশুপালন অনুষদের কয়েকজন শিক্ষার্থী ও শেখ হাসিনা মেডিকেল কলেজের ৩য় বর্ষের ছাত্র এবং সংস্থাটির জামালপুর জেলার কোর-মেম্বার ইরতিজা হক ওসমানী দীপসহ মোমেনশাহী এতিমখানার ছাত্রীরা।
অনুষ্ঠানটি সঞ্চালক ও পরিচালনায় ছিলেন সংস্থাটির ময়মনসিংহ অঞ্চলের কোর-মেম্বার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পশুপালন অনুষদের ৪র্থ বর্ষের ছাত্রী জিমিয়া আলম।
জিমিয়া আলম তার বক্তব্যে বলেন, মাসিক কোন রোগ নয়, কোন অভিশাপ নয় বরং এটি প্রাকৃতিক বিষয়। আমার হয়তো বিষয়টি পরিবার বা বন্ধুবান্ধবের সাথে শেয়ার করতে লজ্জা পাই। আমাদের মনে রাখতে হবে এটি লজ্জার কোন কিছু নয়। তাই সচেতনতার জন্য সবার এগিয়ে আসতে হবে।
আয়োজিত অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার হিসেবে ছিল- দেশের অন্যতম অনলাইন গণমাধ্যম বিডি২৪লাইভ ডটকম ও দৈনিক ভোরের কাগজ।
উল্লেখ্য, অ্যাওয়ারনেস ৩৬০ সংস্থাটি ২০১৬ সালে যাত্রা শুরু করে। বর্তমানে বাংলাদেশ ফ্রান্স, মঙ্গোলিয়া, মালেশিয়াসহ পৃথিবীর বেশ কয়েকটি দেশে এর কার্যক্রম চলছে।
News Source: http://bd24live.com/bangla/mobile/article/1520069939/157375/index.html
Autolike, Increase Likes, Autoliker, Working Auto Liker, auto like, Autolike International, Photo Auto Liker, Auto Like, Status Auto Liker, auto liker, ZFN Liker, Photo Liker, autolike, Auto Liker, Status Liker, autoliker, Autoliker